শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না তালহা জুবায়ের

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের সূচি চলতি মাসের ১১ মার্চ প্রকাশ করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড।

সফরটি হবে ওয়ানডে ফরম্যাটে যেখানে ছয়টি ম্যাচ খেলতে এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ যুব দল। এই সফরে পেস বোলিং কোচের দায়িত্বে থাকার কথা ছিল তালহা জুবায়েরের। তবে তিনি যাচ্ছেন না। সর্বশেষ এশিয়া কাপেও যুব দলের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কারণে তালহা এবার অনূর্ধ্ব-১৯ দলের সফরে থাকছেন না।

প্রাইম ব্যাংকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা তালহা পুরো এপ্রিল মাস ডিপিএল নিয়েই ব্যস্ত থাকবেন। ঈদের পর গ্রুপপর্বের তিন ম্যাচ শেষ হলেই সুপার লিগ শুরু হবে যেখানে প্রাইম ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা প্রবল। এসব কারণেই তিনি শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কার এই অনূর্ধ্ব-১৯ সিরিজ শুরু হবে ২৪ এপ্রিল। মূল সিরিজের আগে একটি ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দ্বিতীয়টি ২৮ এপ্রিল। বাকি চারটি ম্যাচ হবে ১, ৩, ৬ ও ৮ মে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে ম্যাচগুলোর সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

ইউএ / টিডিএস

You may also like