দুই সপ্তাহ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর ফিরে এসেই নিজের দক্ষতার ঝলক দেখালেন লিওনেল মেসি।
রবিবার (30 মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
চোট কাটিয়ে ফিরেই ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাত্র দুই মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের অসাধারণ পাস ধরে ডানপ্রান্ত দিয়ে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তার এই গোলেই ইন্টার মায়ামির জয় নিশ্চিত হয়।
ম্যাচের প্রথমার্ধে ২৩তম মিনিটে রবার্ট টেলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে ৮০তম মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ এক গোল শোধ করেন। শেষ পর্যন্ত মেসির গোলের সৌজন্যে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এমএলএসের চলতি মৌসুমে তিনটি ম্যাচ খেলে প্রতিটিতেই গোল কিংবা অ্যাসিস্ট করেছেন মেসি যা তার ধারাবাহিকতা প্রমাণ করে। চোটের কারণে মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও উরুগুয়েকে ১-০ ও ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে তাদের পরবর্তী এমএলএস ম্যাচ খেলবে। তবে তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বুধবার।
ইউএ / টিডিএস