এসএসসি পরীক্ষা রেখে খেলাকে বেছে নিলেন তামিম

স্পোর্টস ডেস্ক

গত বছর যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম। পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই তরুণ টাইগার। শুধু ব্যাটিং নয়, বল হাতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তার নেতৃত্বেই ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ যুব দল দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পায়।

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে অংশ নেওয়ার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকেই অগ্রাধিকার দিয়েছেন এশিয়া কাপজয়ী এই ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য তামিমকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি লঙ্কান সিরিজকেই বেছে নিয়েছেন। তার পরিবারও এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। তামিমের খেলাধুলার প্রতি পরিবারের সবসময়ই পূর্ণ সমর্থন রয়েছে। তার বাবা, মা এবং ভাই সবসময় তার পাশে ছায়ার মতো থাকেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তামিমের।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে, ২৮ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। এরপর পহেলা মে, ৩ মে, ৬ মে ও ৮ মে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ হবে হাম্বানটোটায়, যদিও ম্যাচগুলোর সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

ইউএ / টিডিএস

You may also like