ইঞ্জুরিতে সাত সপ্তাহ মাঠের বাইরে হালান্ড

by Sports Desk

তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ইনজুরিতে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি।

রবিবার (৩০ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নামাউথের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে গোঁড়ালির চোটে পড়েন ২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান তারকা।

Advertisements

চলতি মৌসুমে নিজের ৩০তম গোল করার পরপরই বোর্নামাউথের মিডফিল্ডার লুইস কুকের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন হালান্ড। তবে তার ফেরার সময়সূচি নিয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি ইংলিশ চ্যাম্পিয়নরা।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আশা করা হচ্ছে মৌসুমের বাকি সময়টার জন্য হালান্ড ফিট হয়ে মাঠে ফিরবেন। এর মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপেও তার খেলার প্রত্যাশা করা হচ্ছে। সোমবার ম্যানচেস্টাওে আর্লিং প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। ইনজুরির মাত্রা নির্নয়ে বিশেষজ্ঞর পরামর্শ নেয়া হবে। এরপরপরই তার পুনর্বাসন শুরু হবে।’

প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে পেপ গার্দিওলার দল।

এই সপ্তাহে সিটির প্রতিপক্ষ লিস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর তারা ক্রিস্টাল প্যালেস ও এভারটনের মুখোমুখি হবে। আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে গার্দিওলার শিষ্যরা।

ইউএ / টিডিএস

You may also like