এসিসির নতুন প্রধান মহসিন নাকভী

by Sports Desk

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাচিত হলেন মহসিন নাকভী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে এসিসির সদস্যদের অনলাইন বৈঠকের মাধ্যমে নতুন নেতৃত্বের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। শ্রীলঙ্কার শামি সিলভাকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদেও রয়েছেন নাকভী।

Advertisements

এসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান সংস্থাটির নেতৃত্বে থাকবে এবং এশিয়ার ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবে।’

নতুন দায়িত্বের সঙ্গে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত। মূলত ভারত আয়োজক থাকলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল এসিসি। এখন নতুন চেয়ারম্যান নাকভীকেই ঠিক করতে হবে ছয় দলের এই প্রতিযোগিতার ভেন্যু।

এশিয়া কাপ আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কাও সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনায় রয়েছে। এবার নাকভীর কাঁধেই এশিয়া কাপ সফলভাবে আয়োজনের গুরুদায়িত্ব।

ইউএ / টিডিএস

You may also like