মাঝপথে আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরলেন রাবাদা

by Sports Desk

গুজরাট টাইটান্সের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তিনি চলতি আসরে আমাদের প্রথম দুই ম্যাচে অংশ নিয়েছিলেন।” তবে ঠিক কতদিনের জন্য তিনি দেশে গেছেন তা স্পষ্ট করেনি দলটি।

Advertisements

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে পরাজিত ম্যাচে রাবাদা ৪১ রান খরচায় একটি উইকেট নিয়েছিলেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেও ৪২ রানে এক উইকেট শিকার করেন তিনি। তবে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে রাবাদাকে দলে পাওয়া যায়নি। ওই ম্যাচের টসের সময় গুজরাট অধিনায়ক শুভমান গিল জানান, ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা।

চলতি আসরে গুজরাটের হয়ে দুটি ম্যাচে মাঠে নেমে দুটি উইকেট শিকার করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, রাবাদার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হলেও তিনি আবার কবে ফিরবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ইউএ / টিডিএস

You may also like