মাদকসহ বিমানবন্দরে আটকের পর জামিনে কানাডার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

বার্বাডোজ বিমানবন্দরে মাদক বহনের অভিযোগে আটক হওয়া কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন জামিনে মুক্ত হয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি, এবং মামলার প্রেক্ষাপট বিবেচনা করে আদালত তাকে জামিন মঞ্জুর করে।

গত রোববার কানাডা থেকে জন্মস্থান বার্বাডোজে যান কির্টন। সেখানকার বিমানবন্দরে তার লাগেজ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্যানাবিস (গাঁজা) উদ্ধার করে স্থানীয় পুলিশ। এরপর তাকে আটক করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বার্বাডোজ আদালত কির্টনকে আগামী ২ জুন মামলার পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে।

এক সময় ওয়েস্ট ইন্ডিজের বয়সভিত্তিক দলে খেলা এই ক্যারিবীয় বংশোদ্ভূত ক্রিকেটার ২০১৮ সালে কানাডার জাতীয় দলে অভিষেক করেন। গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা কানাডা দলে কির্টন ছিলেন অন্যতম ভরসা। আয়ারল্যান্ডের বিপক্ষে দলের একমাত্র জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি—৩৫ বলে করেন ৪৯ রান।

এই ঘটনায় কির্টনের আগামী সফর অনিশ্চিত হয়ে পড়েছে। নর্থ আমেরিকা কাপ সামনে, যেখানে কানাডা খেলবে বাহামাস, বারমুডা, আমেরিকা ও ক্যামান আইল্যান্ডের বিরুদ্ধে।

ক্রিকেট কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। তবে এতে দলের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটবে না। পেশাদারিত্বের সঙ্গেই আমরা টুর্নামেন্টে অংশ নেব।”

কির্টনের গ্রেপ্তার প্রসঙ্গে এর আগেও তারা জানিয়েছিল, “আমরা অভিযোগ সম্পর্কে অবগত। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা।”

You may also like