ছক্কার ৩ রেকর্ড নিয়ে মাঠে নামবেন হেড

by Sports Desk

সময়সেরা হার্ডহিটারদের একজন হলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। গত আসরে তিনি এই দলের হয়ে ৩২টি ছক্কা হাঁকিয়েছিলেন। বড় শট খেলতে ভালোবাসা হেডের সামনে এবার ছক্কার আরও কিছু রেকর্ড অপেক্ষা করছে।

বর্তমানে আইপিএলে তার মোট ছক্কা সংখ্যা ৪৬টি, এর মধ্যে ৩৮টি ছক্কা তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মেরেছেন, আর ৮টি ছক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এখন শুধু ৪টি ছক্কা হাঁকাতে পারলেই আইপিএলে তার ছক্কা সংখ্যা হয়ে যাবে ৫০, যা হয়তো আজ রাতেই স্পর্শ করতে পারেন এই অজি ব্যাটার।

আইপিএলে ছক্কা ফিফটি পূর্ণ করার আগে আরেকটি রেকর্ডে নাম লিখাতে যাচ্ছেন হেড। ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে তার ছক্কা সংখ্যা ৪৯টি। আইপিএলে ৪৬টি ছক্কা হাঁকানোর পাশাপাশি তিনি জাতীয় দলের হয়ে ৩টি ছক্কা মেরেছেন। এখন ভারতের মাটিতে আর একটি ছক্কা মেরেই এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

তবে শুধু আইপিএল নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ছক্কা মারার পথে হেড। তার মোট ছক্কা সংখ্যা ১৯৪টি। আর মাত্র ৬টি ছক্কা মেরে তিনি দুইশ ছক্কার মাইলফলক স্পর্শ করতে পারবেন।

বিগ ব্যাশ লিগে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন হেড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৬১টি ছক্কা মেরেছেন, আর জাতীয় দলের হয়ে ৫৩টি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ হয়ে ৩৮টি এবং বেঙ্গালুরুর হয়ে ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর ফ্র্যাঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১৮টি, ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে ৮টি, উস্টারশায়ারের হয়ে ৫টি এবং সাসেক্সের হয়ে ৩টি ছক্কা মেরেছেন হেড।

আজ রাতে সানরাইজার্স হায়দরাবাদ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচটি।

You may also like