তামিমকে জয় উৎসর্গ করল মোহামেডান ক্লাব

by Sports Desk

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে টস করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই হৃদ্‌রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল মোহামেডান, যা ছিল ঈদের আগের শেষ ম্যাচ।

দুই সপ্তাহের ঈদ বিরতির পর রোববার আবার মাঠে গড়ায় লিগ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। তবে দলের সঙ্গে ফিরেননি তামিম। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি, আর কবে ফিরবেন তা নির্ভর করছে তার সুস্থতার অগ্রগতির ওপর।

Advertisements

তবে অধিনায়কহীন দলের মনোবল ছিল অটুট। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর সেই জয়টি তামিমকে উৎসর্গ করেছে মোহামেডান। ম্যাচ শেষে অধিনায়কত্ব করা তাওহিদ হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকের জয়টি আমরা তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে ভীষণ মিস করেছি।”

তামিম ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন। বিসিবির চিকিৎসকরা জানান, তিনি শারীরিকভাবে এখন অনেকটাই ভালো আছেন, তবে এখনও পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে তামিমকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

You may also like