মুস্তাফিজ মাঠে ফিরবেন কবে?

by Sports Desk

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ঈদ-পরবর্তী পর্ব গত রোববার থেকে শুরু হয়েছে এবং নবম রাউন্ডের খেলা শেষ হয়েছে। গ্রুপপর্বে এখনো প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি রয়েছে। গ্রুপপর্ব শেষে শুরু হবে সুপার লিগের খেলা।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই বর্তমানে ডিপিএলে খেলছেন। তবে একমাত্র টাইগার পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন না।

শুরুতে শোনা গিয়েছিল, ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি সঠিক না হওয়ায় মুস্তাফিজ খেলছেন না। তবে পরে জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। যদিও এটি গুরুতর কিছু নয় বলে নিশ্চিত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন বাঁ-হাতি এই পেসার।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজ এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। এখন তিনি পুরোপুরি ফিট আছেন, এমনটাই জানিয়েছে বিসিবির এক চিকিৎসক ঢাকা পোস্টকে। বর্তমানে নিয়মিতভাবে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে মুস্তাফিজের যোগাযোগ অব্যাহত রয়েছে। ক্লাবটির প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, “আমরা সবসময় আগ্রহী। মুস্তাফিজ অনুশীলন করছে এবং জানিয়েছে আরও তিনটি সেশন লাগবে তার। এরপর জানা যাবে, সে খেলবে কি না।

You may also like