বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তির এখনও এক বছরের মেয়াদ বাকি থাকলেও, তার দায়িত্বের ইতি টানার পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২4 সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য অ্যাডামসকে নিয়োগ দিয়েছিল বিসিবি, তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরই তার অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনা প্রবল।
মূলত, অ্যাডামসের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নয় বিসিবি। তাই আগেভাগেই নতুন পেস বোলিং কোচ খুঁজছে বোর্ড। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে অন্যতম উমর গুল ও শন টেইট। পাশাপাশি, ফের আলোচনায় এসেছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের নামও।
ডোনাল্ড বলেন, “নতুন পেস বোলিং কোচ নিয়ে গুঞ্জন শুনেছি। তবে আমার সঙ্গে কেউ সরাসরি যোগাযোগ করেনি। রাসেল (ডমিঙ্গো) আমাকে জানিয়েছেন যে, আমি নাকি সম্ভাব্য তালিকায় আছি। এখন পর্যন্ত এটুকুই জানি।”
ডোনাল্ডের কথায় স্পষ্ট, সুযোগ পেলে তিনি আবারও টাইগারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে তার ফিরে আসা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, এবং বিশ্বকাপ শেষে নিজেই পদত্যাগ করেন। তখন শোনা যায়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্কও তেমন ভালো যাচ্ছিল না।
এরই মধ্যে বিসিবি নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের জেমস প্যামেন্টকে। আর প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও কিছুদিন আগে জানিয়েছেন, পেস বোলিং কোচের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই জানা যেতে পারে তাসকিন-নাহিদ রানা–দের নতুন কোচের নাম।