আইএসএল ফাইনালে ডাক পাননি ক্রীড়ামন্ত্রী

by Sports Desk

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনালে আজ শনিবার মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তুলেছেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ।

কুণালের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে এবং মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। উল্লেখযোগ্যভাবে, কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী হিসেবে সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে অংশ নিয়েছিলেন।

Advertisements

আজ সামাজিক মাধ্যমে কুণাল লেখেন, ‘আজ যুবভারতীতে ফুটবলের মহাযজ্ঞ। কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এফএসডিএল আমন্ত্রণ জানায়নি, যা একেবারে রাজনৈতিক কারণে ঘটেছে—এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের ইশারায়।’

তিনি আরও বলেন, ‘বাংলার মাটিতে ফাইনাল, আর ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে না—এটা সত্যিই দুঃখজনক। ভারতসেরা ক্লাব মোহনবাগান খেলছে, অথচ ক্লাব থেকেও তাকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। খবর পেয়ে আমি দুঃখ পেয়েছি এবং মন্ত্রীকে নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি।’

ক্লাবের দিক থেকেও ঘাটতির কথা স্বীকার করে কুণাল বলেন, ‘একটা ঘরোয়া ফোন কল আর একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ এক নয়—বিশেষ করে একজন মন্ত্রীর ক্ষেত্রে। এ বিষয়ে সচিবকে জানাচ্ছি। যারা আমন্ত্রণ ও টিকিট দেখভাল করছিলেন, তাদের পক্ষ থেকে কিছুটা ভুল থেকে গেছে।’

প্রসঙ্গত, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং অরূপ বিশ্বাস সেই দলেরই নেতা। কুণালের দাবি, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়নি, আর এর নেপথ্যে রয়েছেন কল্যাণ চৌবে।

You may also like