আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়।
শনিবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের ইনিংস চলাকালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয় ও ইবাদত। পরে ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল শুনানির পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক এবং পাশাপাশি সতীর্থ ইবাদত হোসেন চৌধুরীকেও জরিমানা করা হয়েছে।
পরে আনুষ্ঠানিক শুনানিতে দুজনের শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল। আচরণবিধি ভাঙায় ইবাদতকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হৃদয়কে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞা। তবে ক্রিকেটার ও ক্লাবের আবেদনের পর জরিমানার অর্থ মওকুফ করা হলেও হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
সুপার লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নতুন অধিনায়ক নিয়েই মাঠে নামবে মোহামেডান।
ইউএ / টিডিএস