বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

by Sports Desk

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে প্রোটিয়া মেয়েরা।

রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আড়াই সপ্তাহব্যাপী এই সফরে ২ মে বাংলাদেশে পৌঁছাবে প্রোটিয়া দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারে।

Advertisements

ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ মে, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৮ ও ১১ মে, একই ভেন্যুতে। তিনটি ওয়ানডেই শুরু হবে সকাল ১০টায়।

টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই দল ১৪ মে কক্সবাজারে মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৬ ও ১৮ মে, কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

ইউএ / টিডিএস

You may also like