ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও, সেই ম্যাচের রেশ যেন এখনও কাটেনি ব্রাজিলের। ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনা নিয়ে এবার ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

বিশ্বস্ত আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ব্রাজিলের সমর্থকদের অভিযোগের ভিত্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে সিবিএফ।

ব্রাজিলের দাবি, সেই ম্যাচে আর্জেন্টিনার কিছু দর্শক ব্রাজিলীয়দের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এমনকি এক দর্শককে বানরের মতো আচরণ করতেও দেখা যায়, যা আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত স্পর্শকাতর ও নিন্দনীয় বিষয় হিসেবে বিবেচিত হয়।

সিবিএফ এই ঘটনার প্রমাণ হিসেবে পর্যাপ্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বলেও জানা গেছে। তারা চাইছে, জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই বিষয়টির নিষ্পত্তি হোক।

যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফিফার শাস্তির মুখে পড়তে হতে পারে। উল্লেখযোগ্য, এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের দায়ে আর্জেন্টিনাকে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছিল ফিফা।

পুনরাবৃত্তি হলে এই হার আরও কমিয়ে ৫০ শতাংশে আনার হুঁশিয়ারি দিয়েছিল সংস্থাটি। একই ধরনের কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শাস্তি পেয়েছিল চিলি এবং ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের বিশৃঙ্খলার জেরে ভোগান্তিতে পড়েছিল ব্রাজিলও।

উল্লেখ্য, আগামী ৯ জুন আর্জেন্টিনা ঘরের মাঠে মুখোমুখি হবে কলম্বিয়ার। অভিযোগ সত্যি প্রমাণিত হলে সেই ম্যাচে দর্শকসংখ্যা সীমিত করার সিদ্ধান্ত আসতে পারে ফিফার পক্ষ থেকে।

You may also like