চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ভারতের পারফরম্যান্স নিয়ে ছিল প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বড় ব্যবধানে হারের পর দল এবং কোচিং স্টাফদের নিয়ে উঠেছিল তীব্র সমালোচনা। এমনকি কোচিং প্যানেলের বিরুদ্ধে ড্রেসিংরুমের তথ্য বাইরে ফাঁস করার অভিযোগও ওঠে তখন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য কিছুটা হলেও সেই বিতর্কের ইতি টেনে দেয়।
কিন্তু পুরোনো সেই অভিযোগ আবারও সামনে এসেছে। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ খানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর ফের নতুন করে আলোচনায় আসে ড্রেসিংরুমের গোপন তথ্য বাইরে চলে যাওয়ার প্রসঙ্গ। এই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বরখাস্ত করেছে তিন কোচকে—সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই।
চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন এই কোচদের বাদ দেওয়া হবে না। তবে বিসিসিআই এবার শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেয়নি। সাফল্যের চেয়েও বড় করে দেখা হয়েছে ড্রেসিংরুমের নিরাপত্তা লঙ্ঘনকে। ফলস্বরূপ, প্রধান কোচ গৌতম গম্ভীর বাদে বাকি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে তাদের জায়গায় নতুন কোচ হিসেবে কারা দায়িত্ব নেবেন সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএল শেষে জাতীয় দলের ক্যাম্পে ফিল্ডিং ও সহকারী কোচের দায়িত্ব নিতে পারেন রায়ান টেন ডেসকাট। আর সোহম দেসাইয়ের জায়গায় স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে আসতে পারেন আদ্রিয়ান লে রুস।
ইউএ / টিডিএস