ইন্টারন্যাশনাল ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ

by Sports Desk

দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্রিজ বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

এই দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন এবং বনানী কর্পোরেট শাখা, ঢাকার উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান সোহাগ।

Advertisements

আগামী আগস্টে ডেনমার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের তরফে বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

ইউএ / টিডিএস

You may also like