ফাইনাল হেরে রিয়াল ছাড়ার বিষয়ে আনচেলত্তি

by Sports Desk

কোপা দেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা হারাল রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির পদ নিয়ে প্রশ্ন ওঠে। তবে তিনি এই প্রশ্নের উত্তর পরবর্তী সপ্তাহের জন্য রাখেন।

ইতালিয়ান এই কোচের পরবর্তী গন্তব্য হিসেবে ব্রাজিল জাতীয় দলের নাম শোনা যাচ্ছে যেখানে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এবং আনচেলত্তি উভয়েরই আগ্রহ রয়েছে। তবে রিয়াল ছাড়ার বিষয়ে আনচেলত্তি কিছু বললেন না। বার্সেলোনার কাছে হারের পর তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন,‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, অথবা ছাড়তেও পারি…আমরা দেখব (কী ঘটে)। বিষয়টি আগামী সপ্তাহের জন্য থাক, আজ নয়।’

ফাইনাল শেষে আনচেলত্তি রিয়ালের মিডিয়া প্রধান জুয়ান ক্যামিলোর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘এটি ভালো ম্যাচ ছিল। আমরাও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি। এমনকি দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। জয়ের জন্য আমাদের যা করা দরকার সবই করেছি। আমি দলের সমালোচনা করতে পারি না কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। তবে এটি সত্যি যে আমরা (জয় থেকে) খুব নিকটে ছিলাম, সেজন্য অবশ্য মর্মাহতও। প্রতিপক্ষের চেয়ে খুবই কম ব্যবধানে থেকে ফিরছি। এখন আমরা লা লিগা জয়ের জন্য মনোযোগ দেব।’

ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের খেলায় কিছু অনিশ্চয়তা ছিল, কারণ তিনি ব্যথা পাচ্ছিলেন। আনচেলত্তি তাকে শুরুর একাদশে রাখেননি, তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন এমবাপ্পে। রিয়াল কোচ বলেন, ‘এটি তার জন্যও ভালো ম্যাচ ছিল। সে খুবই ক্লান্ত ছিল এবং এর বেশি সময় (খেলতে) পারছিল না। তবুও তার চেষ্টার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য যা খুবই দৃষ্টিনন্দন। অবশ্য তার কোনো ইনজুরি ছিল না।’

ইউএ / টিডিএস

You may also like