১৪ বছরের সূর্যবংশীর অসাধারণ কীর্তি

by Sports Desk

৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে রেকর্ড গড়েছে ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ইতিহাস গড়েন বিহারের এই প্রতিভাবান ব্যাটার।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ঝড় তোলে বৈভবের ব্যাট। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নজির গড়েন তিনি। এরপর ৩৮ বলে ১০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন যেখানে ছিল ৭টি চার ও ১১টি ছক্কা।

Advertisements

আইপিএলের নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় বৈভবকে দলে নেয় রাজস্থান। শুরু থেকেই তার প্রতিভার ওপর আস্থা রাখেন দলের মেন্টর রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় বলেছিলেন, রাজস্থানই গড়ে তুলবে বৈভবকে পূর্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে। সেই আস্থার প্রতিদান দিতেই যেন নেমেছিলেন বৈভব। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম বলেই অভিজ্ঞ শার্দূল ঠাকুরকে ছক্কা মেরে বুঝিয়ে দেন নিজের মানসিকতা।

এবার গুজরাট ম্যাচে ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরদের বল সহজেই সামলে নেন তিনি। তার আগ্রাসী ব্যাটিং দেখে যশস্বী জয়সওয়ালের মতো অভিজ্ঞ ব্যাটারও নিরবে খেলা চালিয়ে যান।

বৈভবের জন্ম বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে। মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সাড়ে সাত বছর বয়সে বাবা সঞ্জীব তাঁকে নিয়ে যান পাটনার এক ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই কোচ সৌরভ কুমার প্রথম দেখেন এই ক্ষুদে প্রতিভা। এত অল্প বয়সে তার ব্যাটিং দেখে মুগ্ধ হন তিনি। ছোটদের তুলনায় বরাবরই বড়দের সঙ্গে খেলার সুযোগ দেওয়া হতো বৈভবকে।

মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান বৈভবের ক্রিকেট যাত্রা সহজ ছিল না। তার বাবা জমি বিক্রি করে ছেলের ক্রিকেট প্রশিক্ষণের খরচ জুগিয়েছেন। সকাল ৪টায় সমস্তিপুর থেকে রওনা হয়ে প্রায় ১০০ কিলোমিটার দূরের পাটনায় পৌঁছাতেন তিনি প্রশিক্ষক মণীশ ওঝার অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য। প্রতিদিন যাওয়া সম্ভব না হলেও, যেদিন যেতেন সেদিন অন্তত ৫০০টি বল খেলা ছিল রুটিন।

বৈভবের এই সাফল্য তার কঠোর পরিশ্রম, পারিবারিক ত্যাগ এবং আত্মবিশ্বাসেরই ফসল। তিনি যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের এক উজ্জ্বল তারকা—তা আজকের ইনিংসেই স্পষ্ট।

ইউএ / টিডিএস

You may also like