তাইজুল ফিরতেই ভেঙে গেল জুটি

স্পোর্টস ডেস্ক

বৃষ্টির বিরতির পর খেলা আবার শুরু হতেই মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম মিলে দ্রুত রান তুলতে থাকেন। এই জুটিতে বাংলাদেশ পায় মূল্যবান ৬৩ রান। তবে সেই জুটি ভাঙে তাইজুলের বিদায়ে। ভিনসেন্ট মাসাকেসার বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ব্যাটার তাইজুল, তিনি করেন ৪৫ বলে ২০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪২ রান। মিরাজ অপরাজিত রয়েছেন ৬৩ বলে ৪৩ রান করে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন অভিষিক্ত তানজিম হাসান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১১৫ রানে।

এর আগে, তৃতীয় দিনের শুরুতে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই মুজারাবানির ওভারে তাইজুলের একটি বাউন্ডারিতে তিনশ ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। এরপরই বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায় ৮৯.৪ ওভারে, তখন বাংলাদেশের স্কোর ছিল ৩০৩/৭। মিরাজ তখন অপরাজিত ছিলেন ২১ রানে, আর তাইজুলের রান ছিল ১১।

বৃষ্টি থামার পর ৯১তম ওভারে আবার খেলা শুরু হয়। দ্রুত রান তুলতে থাকেন দুজন। ৯১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩০৬/৭, লিড হয় ৭৯ রান। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা গড়েন ৬৩ রানের জুটি, যা ভাঙে তাইজুলের আউটের মাধ্যমে।

ম্যাচে এখন লিডের দিক দিয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। মিরাজের ব্যাটে এই লিড আরও বড় করার সুযোগ রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like