মিরাজ-সাদমানের সেঞ্চুরি, লিড ২১৭

স্পোর্টস ডেস্ক

গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে দেখা গিয়েছিল ধসের ছাপ। দুই সেশন দুর্দান্ত কাটলেও তৃতীয় সেশনে মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। ২৭৯ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, তৃতীয় দিনের শুরুতেই হয়তো শেষ হয়ে যাবে প্রথম ইনিংস।

কিন্তু ভিন্ন চিত্র লিখেছেন মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত তানজিম হাসান সাকিব। নবম উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছেন ৯৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ। যেখানে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছেন মিরাজ। ১৬ রান নিয়ে দিন শুরু করা এই অলরাউন্ডার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত ১০৪ রানে থেমেছেন তিনি যা তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

তানজিমও দারুণ সঙ্গ দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৪১ রান। মিরাজ-তানজিম জুটিতে ভর করেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড় করায় ৪৪৪ রানে। ফলে ২১৭ রানের লিড পায় স্বাগতিকরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে গিয়েছিল ধসের মুখে। ৬ উইকেট শিকার করে ২২৭ রানেই সফরকারীদের গুটিয়ে দেন বাঁহাতি এই স্পিনার।

বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলামও। তার ব্যাট থেকে এসেছে ১২০ রানের ইনিংস, যা ক্যারিয়ার সেরা। রান পেয়েছেন মুশফিকুর রহিম (৪০), এনামুল হক বিজয় (৩৯) এবং অভিষিক্ত তানজিম হাসানও। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা নিয়েছেন ৫ উইকেট।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ইনিংসের পারফরম্যান্সে আপাতত চালকের আসনে শান্তর দল। এখন দেখার বিষয়, দ্বিতীয় ইনিংসে কেমন ব্যাটিং করে ঘুরে দাঁড়াতে পারে জিম্বাবুয়ে।

ইউএ / টিডিএস

You may also like