প্রীতি ম্যাচ খেলতে নারী ফুটবল দল পাঠাবে চীন

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ জানিয়েছে চীন।

বুধবার (৩০ এপ্রিল) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সাক্ষাতে উপদেষ্টা চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগী হিসেবে অভিহিত করেন। তিনি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে ১,০০০ শয্যার হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা এবং যৌথ ড্রোন শো আয়োজনের জন্য চীন সরকারের প্রশংসা করেন।

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, সরকার দেশের প্রতিটি সিটি কর্পোরেশনে এই প্রযুক্তি বাস্তবায়নে চীনের সহযোগিতা চায়। জবাবে রাষ্ট্রদূত জানান, চীন এ বিষয়ে আগ্রহী এবং প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। উপদেষ্টা জানান, দেশের ৫৫টি ক্রীড়া ফেডারেশনের উন্নয়নে অলিম্পিক মানের প্রশিক্ষণ ও আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের সহায়তা দরকার।

চীনের রাষ্ট্রদূত জানান, দুদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠাবে চীন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে চীনে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতের শেষে চীনের রাষ্ট্রদূত উপদেষ্টা আসিফ মাহমুদকে চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

ইউএ / টিডিএস

You may also like