এক ওভারে চার উইকেট সঙ্গে হ্যাটট্রিক—আইপিএলে আবারও নিজের ক্লাসের প্রমাণ দিলেন যুবেন্দ্র চাহাল।
বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে এই কীর্তি গড়েন পাঞ্জাব কিংসের অভিজ্ঞ লেগ স্পিনার।
চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ওভারের শুরুটা হয়েছিল ওয়াইড দিয়ে। প্রথম বৈধ বলেই মাহেন্দ্র সিং ধোনির বিশাল ছক্কা। এরপরই দৃশ্যপট বদলে দেন চাহাল। দ্বিতীয় বলেই ধোনিকে ফিরিয়ে দিয়ে শুরু করেন ধ্বংসযজ্ঞ। পরের পাঁচ বলে তুলে নেন চারটি উইকেট যার মধ্যে শেষ তিনটি টানা—হ্যাটট্রিক!
ধোনির পর দুই রান নেন দীপক হুডা। ওভারের শেষ তিন বলে হুডা, আনশুল কাম্বোজ ও নুর আহমাদকে ফিরিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন চাহাল। হুডা ক্যাচ দেন পয়েন্টে, কাম্বোজ বোল্ড হন, আর নুর ক্যাচ তুলে দেন মিড অনে।
এই হ্যাটট্রিক আইপিএলের ইতিহাসে ২০২৩ সালের পর প্রথম, এবং রাশিদ খানের পর এই কৃতিত্ব অর্জনকারী প্রথম বোলার। এর আগেও ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চাহাল নিয়েছিলেন হ্যাটট্রিক, প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় ক্রিকেটার এখন চাহাল। তার আগে রয়েছেন যুবরাজ সিং (২টি) ও অমিত মিশ্রা (৩টি)। একই সঙ্গে তিনি প্রথম বোলার যিনি দুইবার এক ওভারে চারটি করে উইকেট নিয়েছেন। এ তালিকায় তার পাশে আছেন কেবল মিশ্রা ও আন্দ্রে রাসেল।
চেন্নাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম বোলার হিসেবেও রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি। এছাড়া আইপিএলে ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে এবার চাহাল পেছনে ফেলেছেন সুনিল নারাইনকে—মোট ৯ বার এমন কীর্তি গড়েছেন তিনি।
এই ম্যাচে নিজের প্রথম দুই ওভারে ২৩ রান দিলেও তৃতীয় ওভারে ফিরলেন বিধ্বংসী চেহেল হয়ে। তিন ওভারে ৩২ রানে নেন চার উইকেট। তার বিধ্বংসী ওভারেই ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস।
ইউএ / টিডিএস