22
			
			
            
				            
							                    
							        
    চলতি আইপিএলে আর মাঠে দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। আঙুলের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিংসের অজি অলরাউন্ডার।
বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে টস করতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, “এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনই তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি।”
সর্বশেষ আইপিএল ড্রাফটে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে মাঠে খুব একটা ভালো সময় কাটেনি তার। এবারের আসরে ৭ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৪৮ রান, বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
ইউএ / টিডিএস