তাসকিন এখনো অপেক্ষায় তৃতীয় চিকিৎসকের

by Sports Desk

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট স্কোয়াডে ছিলেন না তাসকিন আহমেদ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছিল বাংলাদেশ দলের এই গতিতারকাকে। বাঁ পায়ের গোড়ালির চোটের চিকিৎসার জন্য গত রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তাসকিন।

দেশে যাওয়ার পর ২৯ ও ৩০ এপ্রিল ইংল্যান্ডে দুই জন স্পোর্টস ফিজিশিয়ানের শরণাপন্ন হয়েছেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “দুই জন স্পোর্টস ফিজিশিয়ানের কাছে দেখানো হয়েছে, আজ (বুধবার) আরও একজন চিকিৎসক দেখবেন তাসকিনকে। তিনজনের পরামর্শের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisements

এর আগেই জানা গিয়েছিল, তাসকিনের গোড়ালির হাড়ে অস্বাভাবিক একটি গঠন রয়েছে, যা পুরোপুরি সারানো সম্ভব নয়। এই সমস্যা নিয়েই তাকে খেলতে হবে ভবিষ্যতে। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে সেটি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, সেটিই এখন দেখার বিষয়।

দেশ ছাড়ার আগে নিজের ফেসবুক পোস্টে তাসকিন লিখেছিলেন, “আমি কিছুদিন ধরে গোড়ালির ব্যথায় ভুগছিলাম, এজন্য বিসিবি আমাকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে ধন্যবাদ তাদের সহায়তার জন্য। ইনশাআল্লাহ, আরও শক্ত হয়ে ফিরব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর করছে তাসকিনের মাঠে ফেরা—যা টাইগার ভক্তদের জন্য এখন এক প্রকার অপেক্ষার বিষয়।

You may also like