বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ ৮ বছর ৮ মাস দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে জাতীয় দলের সিলেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের মাধ্যমে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হান্নান।
তবে নির্বাচকের দায়িত্ব ছাড়লেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার। এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন তিনি—কোচ হিসেবে। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে শিরোপাও জিতিয়েছেন হান্নান সরকার।
হান্নানের পদত্যাগের পর বিসিবি এখনও পর্যন্ত নতুন কোনো নির্বাচক নিয়োগ দেয়নি। গত তিন মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক এই দায়িত্ব সামলাচ্ছেন।
তবে এবার তাদের সঙ্গে আরও একজন নতুন নির্বাচক যুক্ত করতে চায় বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যদিও নতুন নির্বাচক হিসেবে কার নাম বিবেচনায় আছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
তবে আলোচনায় রয়েছেন কয়েকজন প্রার্থী। সবচেয়ে এগিয়ে আছেন বলে ধরা হচ্ছে বর্তমানে নারী দলের নির্বাচকের দায়িত্বে থাকা সাজ্জাদ আহমেদ শিপনকে। এখন দেখার বিষয়, কে হন বিসিবির পরবর্তী নির্বাচক।