চেন্নাইয়ের বিদায়ের দিনে ধোনির অবসর নিয়ে মন্তব্য

চলমান আইপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংস।

বুধবার (৩০ এপ্রিল) ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে ৪ উইকেটে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় মহেন্দ্র সিং ধোনির দল। তবে চেন্নাইয়ের ভবিষ্যত নির্ধারণ হয়ে গেলেও অধিনায়ক ধোনির ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরুর আগে ক্রিকেট মহলে এক প্রশ্ন ঘুরছিল। এটাই কি ধোনির শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে? স্বয়ং ধোনিই সেই জল্পনা উস্কে দেন।

ম্যাচের টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেন, “পরের বছর আইপিএলে খেলবেন কি না?” ধোনির উত্তর ছিল মজাদার, “আমি পরের ম্যাচে খেলব কি না সেটাই তো জানি না।”

এই উত্তরে নতুন করে গুঞ্জন শুরু হয়—পাঞ্জাবের বিপক্ষে কি ধোনি শেষ ম্যাচটি খেলেছেন? চলমান আইপিএলে নিজের ছন্দে ছিলেন না চেন্নাই অধিনায়ক, আর এর আগেই ধোনির সমালোচনা করেছিলেন সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

তিনি বলেন, ‘একটা বড় নাম এমএস ধোনি। ওর তো আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সব কিছুই অর্জন করে ফেলেছে। ভবিষ্যতে কী করা উচিত তা ধোনিই সবচেয়ে ভালো জানবে। কিন্তু খুব তাড়াতাড়ি ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এটা বলা কষ্টের। তবুও বলব, ধোনিকে আর দেখা না গেলেই ভালো। ওকে আমি ভালোবাসি। ধোনি আইকন ক্রিকেটার। তবে এবার হয়তো সময় এসেছে বিদায় বলার।”

ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল (বুধবার) পাঞ্জাব কিংসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ১৯১ রান তোলে। তবে যুজভেন্দ্র চাহালের হ্যাটট্রিকে চেন্নাই ৪ বল হাতে রেখেই গুটিয়ে যায়। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারান সর্বোচ্চ ৮৮ রান (৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায়) করেন। অন্যদিকে বাকিরা তেমন রান পাননি। পাঞ্জাবের চাহাল ৪টি, মার্কো জানসেন ও আর্শদীপ সিং দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়লাভ করে। তাদের দুই ওপেনার, প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং ঝোড়ো গতিতে শুরু করেছিলেন। যদিও প্রিয়াংশ ২৩ রান করে আউট হন তবে প্রভসিমরান ফিফটি (৩৬ বলে ৫৪ রান, ৫টি চার ও ৩টি ছক্কায়) তুলে নেন। পাঞ্জাব অধিনায়ক আইয়ার ৭২ রান করে আউট হন, এরপর শশাঙ্ক সিং ২৩ রানের ক্যামিওতে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে পাঞ্জাব এক লাফে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে।

ইউএ / টিডিএস

You may also like