২০১৯ সালে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তার এক বছর পর। এরপর থেকে শুধু আইপিএলে খেলে যাচ্ছেন তিনি। চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল শিরোপা জেতানো এই কিংবদন্তি কবে অবসর নেবেন তা নিয়ে ক্রিকেট বিশ্বে জল্পনা থামছেই না।
আইপিএলের চলতি আসরের শুরুতে ধোনি বলেছিলেন, চেন্নাই তার নিজস্ব দল আর যতদিন ইচ্ছা ততদিন তিনি এখানেই খেলতে পারবেন। এমনকি মজা করে বলেছিলেন, “আমি যদি হুইলচেয়ারে বসেও থাকি, তবু চেন্নাই আমাকে নেবে।” যদিও দলের ভালোবাসা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের মতো আর ফর্মে নেই ধোনি। তার ব্যাটে নেই আগের সেই ধার। দলও হারিয়ে ফেলেছে ছন্দ।
চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াড ছিটকে গেলে ধোনির কাঁধেই আবারও ওঠে অধিনায়কত্বের ভার। কিন্তু তা দলকে ফেরাতে পারেনি সাফল্যের পথে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট খোলামেলাভাবে বলেছেন পরবর্তী আইপিএলে তিনি আর ধোনিকে দেখতে চান না।
ক্রিকেটের আঙিনায় ধোনির অর্জনের আর কিছু বাকি নেই এমনটাই মনে করেন অজি এই ওপেনার। ধোনির আইপিএল ক্যারিয়ারকে বিদায় বলা উচিত এমন মন্তব্য করে গিলক্রিস্ট বলেন, ‘অনেক বড় এক নাম, মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটে কারো কাছেই তার আর প্রমাণ করার কিছু নেই। এই খেলায় যা কিছু আছে সবই সে অর্জন করেছে। এমএস…সে আসলে কী করতে চায় সে-ই সেটা জানে কিন্তু আমি বলছি ভবিষ্যতের কথা…সম্ভবত আগামী বছর তার সেখানে (আইপিএলে) থাকার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন, একজন আইকন।’
তবে অবসর নিয়ে ধোনির ভাবনা ভিন্ন। এই মাসের শুরুর দিকে তিনি বলেন শরীর যতদিন সায় দিবে খেলে যেতে চাওয়ার কথা।
ইউএ / টিডিএস