রেকর্ডের ঝড় তুলে শীর্ষে মুম্বাই

আইপিএলের শুরুটা খুবই বাজে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম পাঁচ ম্যাচে চারটি হেরে তারা পড়ে গিয়েছিল চাপের মুখে। তবে এরপরই দৃশ্যপট বদলে যায়। একে একে টানা ছয় ম্যাচ জিতে ফিরে আসে পুরনো ছন্দে, আর তারই ধারাবাহিকতায় রাজস্থান রয়্যালসকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। একইসঙ্গে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে, আর গড়েছে বেশ কিছু রেকর্ড।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ২০ ওভারে ২১৭ রান করে। ওপেনার রায়ান রিকেলটন ৬১ রান করেন, রোহিত শর্মা ৫৩, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া করেন যথাক্রমে ৪৭ ও ৪৭ রান। জবাবে রাজস্থান অলআউট হয় মাত্র ১১৭ রানে। মুম্বাইয়ের হয়ে বোল্ট ও কার্ন শর্মা নেন ৩টি করে উইকেট।

ম্যাচে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো:

  • টানা ৬ জয়: আইপিএলে এটি মুম্বাইয়ের টানা ছয় ম্যাচ জয়ের তৃতীয় ঘটনা। অতীতে তারা এমন পরিস্থিতিতে ফাইনালেও উঠেছে।

  • ২০০+ রান তাড়া করে ১৭ বার জয়: প্রতি বারই জিতেছে মুম্বাই, গড়েছে শতভাগ জয়ের রেকর্ড।

  • ১০০ রানের জয়: আইপিএলে মুম্বাইয়ের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। রাজস্থানের বিপক্ষে জয়পুরে এটি তাদের প্রথম জয়।

  • ৪ ব্যাটারের ৪০+ রান: এক ইনিংসে চার ব্যাটার ৪০ বা তার বেশি রান করেন—যা আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড।

  • ২১৭ রানের ইনিংস: জয়পুরে আইপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

  • সূর্যকুমারের ধারাবাহিকতা: টানা ১১ ইনিংসে করেছেন ২৫ বা তার বেশি রান।

  • রোহিতের ৬০০০ রান: টি-টোয়েন্টিতে নির্দিষ্ট একটি দলের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

মুম্বাইয়ের এই দুর্দান্ত ফর্ম তাদের শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে।

You may also like