আগামী আগস্টে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ভারতের, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সফরের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
কাশ্মিরের পেহেলগামে একটি বন্দুকধারীর হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যেও কিছু রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ফলে দক্ষিণ এশীয় অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে এক সূত্র জানিয়েছে, “এই সফর ক্রিকেট ক্যালেন্ডারে থাকলেও পরিস্থিতির কারণে কিছুই এখনো নিশ্চিত নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা খুবই কম।”
এছাড়া শুধু বাংলাদেশ সফরই নয়, চলতি বছরের এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাশ্মির ইস্যুতে ভারতের নেয়া কড়া পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা সিদ্ধান্ত নিয়েছে, যা আঞ্চলিক ক্রিকেটের ভবিষ্যৎকে আরও ঝুঁকির মুখে ফেলছে।