দুই পেনাল্টিতে মোহামেডানের দারুণ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফের জয়ের ধারায় ফিরেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। যদিও স্কোরলাইনটা সহজ জয় দেখালেও, মাঠে লড়াইটা ছিল বেশ কঠিন।

গত সপ্তাহে আবাহনীর বিপক্ষে দশ জনের দল নিয়েও ড্র করা মোহামেডান আজ জয় তুলে নিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পুলিশ অবস্থান করছে পঞ্চম স্থানে।

দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে হারায় ফর্টিজ এফসিকে। এই জয়ে ওয়ান্ডারার্স ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে থাকলেও ১০ পয়েন্ট পাওয়া ফকিরেরপুলের খুব কাছাকাছি চলে এসেছে। ১৮ পয়েন্ট নিয়ে ফর্টিজ রয়েছে সপ্তম স্থানে।

মোহামেডান-পুলিশ ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেই জমে ওঠে ম্যাচ। ৫২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। তবে shortly পরে মোহামেডানের বক্সে ফাউলের সুবাদে পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

এরপর কিছু সময় এলোমেলো খেললেও ৮৬ মিনিটে পুলিশের ডিফেন্ডারের ফাউলের কারণে মোহামেডানও পেনাল্টি পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করেন। খেলার একেবারে শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাকে সানডে তার দ্বিতীয় গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে দুই দলের বিদেশি খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি হয় এবং সমর্থকরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

You may also like