চোট পেয়ে কপালে ৭ সেলাই হার্দিকের

by Sports Desk

টসের সময়ই নজরে পড়ে যায় ব্যতিক্রমী এক দৃশ্য—মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বাঁ চোখের ওপর কপালে ব্যান্ডেজ। সঙ্গে ছিল বিশেষ ধরনের চশমা। তখন থেকেই শুরু হয় গুঞ্জন—চোট পেলেন তিনি? কীভাবে?

পরে জানা যায়, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই অনুশীলনে চোট পান হার্দিক। চোখের ওপরে কপালে লাগে গুরুতর আঘাত পড়ে সাতটি সেলাই। চোটপ্রবণ স্থান রক্ষা করতেই ম্যাচে বিশেষ চশমা পরে খেলতে নামেন তিনি। তবে সৌভাগ্যবশত ম্যাচ চলাকালীন আর কোনো চোট পাননি।

চোট পাওয়ার পরেও হার্দিকের পারফরম্যান্সে তার কোনো প্রভাব ছিল না। বরং চার নম্বরে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন মুম্বাই অধিনায়ক। শুরুটা একটু ধীরগতির হলেও পরে হাত খোলেন পুরোদমে। বিশেষ করে ফজল হক ফারুকির এক ওভারে নেন ২২ রান।

শেষ পর্যন্ত মাত্র ২৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক। এই ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কার মার। সূর্যকুমার যাদবের সঙ্গে তার জুটিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে বড় স্কোর—২১৭ রান।

ম্যাচ শেষে হার্দিক জানিয়েছেন, চোট বড় কিছু নয় এবং তিনি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

ইউএ / টিডিএস

You may also like