গত ৩ এপ্রিল হঠাৎ করেই আইপিএল ছেড়ে দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। তখন তার দল গুজরাট টাইটানস এ নিয়ে কোনো স্পষ্ট কারণ জানায়নি। তবে এবার রাবাদার দেশে ফেরার আসল কারণ প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, ডোপ টেস্টে নিষিদ্ধ একটি উপাদান সেবনের কারণে প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাদা। যদিও তিনি কোনো শক্তিবর্ধক ড্রাগ গ্রহণ করেননি বরং একটি বিনোদনমূলক নিষিদ্ধ পদার্থ সেবন করেছিলেন যা ক্রীড়াবিদদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
রাবাদা বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি ভক্তদের কাছে ক্ষমা চান এবং বলেন যে তিনি কখনোই খেলাটিকে অবহেলা করেননি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে এমন কিছু করবেন না যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। এ অবস্থায় চলতি আইপিএলে রাবাদার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
ইউএ / টিডিএস