সমালোচনায় মুখ খুললেন ফারুক আহমেদ

বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা নেতিবাচক মন্তব্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শনিবার (৩ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসব বিষয়ে মুখ খুলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক।

তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে স্পষ্ট ভাষায় জানান, “আমার ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব পুরোপুরি ভিত্তিহীন। যদি এমন কিছু থাকত তাহলে কি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম?”

ফারুক আরও বলেন, “আমি এই নতুন সরকারের অধীনে বিসিবির প্রেসিডেন্ট। সরকার যদি মনে করত আমার কোনো পুরোনো সংশ্লিষ্টতা আছে তাহলে কি আমাকে এই পদে রাখত?”

এ বছরের অক্টোবরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আগেই জানিয়ে দিয়েছেন, তিনি সেই নির্বাচনে অংশ নেবেন। তাই তার মতে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে সরানোর চেষ্টা চলছে। উদ্দেশ্য—প্রতিযোগিতায় তাকে কোণঠাসা করা।

তবে সমালোচনাকে তিনি একেবারে উড়িয়ে দেননি। বরং বলেন, “ক্রিকেট বোর্ডের সভাপতির পদে আগ্রহ অনেকেরই থাকতে পারে। আমি চাই গঠনমূলক সমালোচনা হোক। তবে ভালো কাজগুলো যেন বাইরের নেতিবাচক প্রভাবে চাপা না পড়ে।”

সবশেষে তিনি বলেন, “আমার মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা যদি আমার ভুল ধরিয়ে দেন সেটাই আমাকে আরও ভালো করার সুযোগ করে দেবে।”

ইউএ / টিডিএস

You may also like