ভায়াদোলিদের বিপক্ষে বার্সার দাপুটে জয়

লা লিগা শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা।

শনিবার (৩ মে) রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করে জয় নিশ্চিত করেন রাফিনিয়া ও ফারমিন লোপেজ।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে এই ম্যাচে রোটেশন নিয়ে মাঠে নামে বার্সা। ইতালিতে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর আসছে বুধবার সান সিরোতে ফিরতি লেগ খেলবে কাতালানরা। সেই ম্যাচের কথা মাথায় রেখে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনেন কোচ ফ্লিক।

তবে ম্যাচের শুরুটা বার্সার জন্য ছিল হতাশাজনক। মাত্র ৬ মিনিটেই ইভান সানচেজের শট রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়। সেপ্টেম্বরের পর এই প্রথম মাঠে নামেন জার্মান গোলরক্ষক।

শেষ দিকে ইয়ামাল একটি নিশ্চিত সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভায়াদোলিদের ডিফেন্ডার আন্তোনিও কানদেলা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯, ৩৪ ম্যাচ শেষে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আছে ৭২ পয়েন্ট নিয়ে যারা রবিবার খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে। লিগে বাকি চারটি ম্যাচের মধ্যে একটি হচ্ছে ‘এল ক্লাসিকো’ যেখানে বার্সা ঘরের মাঠে নামবে রিয়ালের বিপক্ষে। শিরোপার পথে বড় এক ধাপেই এগিয়ে থাকল কাতালানরা।

ইউএ / টিডিএস

You may also like