ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে না থাকলেও লিটন দাসের অধিনায়কত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার আরও বড় দায়িত্ব পেলেন এই উইকেটকিপার ব্যাটার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে লিটনের এটিই প্রথম অ্যাসাইনমেন্ট।
এই দুই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সহ-অধিনায়কের জায়গায় কয়েকজনকে পর্যায়ক্রমে দেখা হবে এবং পরে একজনকে স্থায়ীভাবে বেছে নেওয়া হবে।
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক)
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
সৌম্য সরকার
নাজমুল হোসেন শান্ত
শামীম পাটোয়ারী
জাকের আলী অনিক
রিশাদ হোসেন
শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক)
তানভীরুল ইসলাম
মুস্তাফিজুর রহমান
হাসান মাহমুদ
তানজিম হাসান সাকিব
নাহিদ রানা
শরিফুল ইসলাম
এই দল নিয়ে দুই সিরিজেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা।