গত বছর ডিসেম্বরেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেন লিটন কুমার দাস যিনি সেই অ্যাওয়ে সিরিজে ব্যাটে-বলেও নজর কাড়েন।
তারই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে লিটন দাসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (৪ মে) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে বোর্ড। লিটনের নেতৃত্ব পাওয়ার একই দিনে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
পরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, শুধু টি-টোয়েন্টিই নয়—টেস্ট এবং ওয়ানডে দলেও তারা দীর্ঘমেয়াদি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। বোর্ডের লক্ষ্য সব ফরম্যাটে স্থিতিশীল ও নির্ভরযোগ্য অধিনায়ক নিশ্চিত করা।
ফাহিম বলছিলেন, ‘ওয়ানডে আর টেস্টেও আমরা দীর্ঘমেয়াদী অধিনায়কত্বে যাব। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। খুব দ্রুতই ৫০ ওভার ও টেস্ট অধিনায়কের ঘোষণা দিব। কারণ এটা খুব জরুরি, শূন্যস্থানটা যেন না থাকে।’
দীর্ঘমেয়াদী অধিনায়ক করার ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘আমরা হয়তো আরও দুই-আড়াই মাস পর টেস্ট খেলব (আসলে আগামী জুন মাসে)। এমনিতে সিরিজের এক সপ্তাহ আগে হয়তো জানানো হয়। কিন্তু অধিনায়কের যে দায়িত্ব থাকে দল তৈরি করা সেটা শুধু ম্যাচের সময় নয় পুরোটা সময়ই থাকে। তাই আমরা যত বেশি সময় দিব অধিনায়কের জন্য ভালো হবে। তাই খুব শিগগিরই বোর্ড থেকে সিদ্ধান্ত আসবে।’
ইউএ / টিডিএস