জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন ১০ ক্রিকেটার নিয়ে গঠিত ‘এ’ দল সিলেটের মাঠে খেলছে। তাদের প্রতিপক্ষ তরুণদের নিয়ে গড়া নিউজিল্যান্ড ‘এ’ দল। ম্যাচের বোলিং ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স ইতিবাচক। জাতীয় দলের নিয়মিত সদস্য শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং তানভির ইসলামরা কার্যত এক ধরনের পরীক্ষা নিয়েছেন কিউই উদীয়মান ব্যাটারদের।
সে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। দলটি অলআউট হওয়ার আগে শেষ উইকেটে ফক্সক্রফট ও লিস্টারের ৬২ রানের জুটিতেই স্কোর গেছে ১৪৭ পর্যন্ত। ফক্সক্রফট সর্বোচ্চ ৭২ রান করে লড়াইয়ের চেষ্টা করেছেন।
শুরুর দিকে কেবল ওপেনার মারিউ কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন, তিনি করেন ৪২ রান। ফক্সক্রফট ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
শুরুর ১০ ওভারে মাত্র ২১ রান তুলতেই নিউজিল্যান্ড হারায় ৪ উইকেট। এরপর ৫ম উইকেটে ৩৫ রানের একটি জুটি কিছুটা আশার আলো দেখালেও, উইকেট হারানোর ধারা থামেনি। ৮৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ফক্সক্রফট ও লিস্টার মিলে দলকে ১৪৭ রানে পৌঁছে দেন, যা সফরের প্রথম ম্যাচে তাদের জন্য কিছুটা সান্ত্বনার স্কোর।
বাংলাদেশের হয়ে তানভির ইসলাম ও খালেদ আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট। শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের ঝুলিতে গেছে ২টি করে উইকেট।