এক মৌসুমে একের পর এক ব্যর্থতা আর হতাশায় রীতিমতো রেকর্ড গড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার (৪ মে) রাতে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলের বন্যায় ভেসে ৪-৩ ব্যবধানে হেরে গেছে রেড ডেভিলসরা।
এই পরাজয়ের ফলে ৩৫ ম্যাচে মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। ক্লাবের প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি তাদের সর্বনিম্ন অবস্থান। এর আগে কখনোই এতটা নিচে যায়নি দলটি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে রক্ষণভাগ ছিল নড়বড়ে। যদিও আক্রমণভাগ তিনটি গোল করেছিল তবে চারটি গোল হজম করে ম্যাচে কোনো পয়েন্ট তুলতে পারেনি তারা। কোচ রুবেন আমোরিম আক্রমণভাগে কিছু পরিবর্তন আনলেও রক্ষণে সেই ছন্দ ছিল না।
ব্রেন্টফোর্ডের হয়ে দুটি গোল করেন কেভিন স্ক্যাডে। একটি আত্মঘাতী গোল আসে লুক শ’র থেকে। আরেকটি করেন ইওয়ানে উইসা। ইউনাইটেডের পক্ষে গোল করেন ম্যাসন মাউন্ট (১৪ মিনিট), আলেহান্দ্রো গারনাচো (৮২ মিনিট), এবং আমাদ (৯০+৫ মিনিট)।
ম্যাচের শুরুটা অবশ্য ইউনাইটেডের পক্ষেই যায়। মাউন্টের গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় তারা। কিন্তু ২৭ মিনিটে লুক শ’র আত্মঘাতী গোলে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। এরপর স্ক্যাডে এবং উইসার গোল দলের জয় নিশ্চিত করে। শেষ সময়ে গারনাচো ও আমাদের দুটি গোল ব্যবধান কমালেও তা শুধুই পরিসংখ্যান রঙিন করা ছাড়া কিছুই নয়।
এই পরাজয়ে ম্যানইউর মর্যাদা আরও একধাপ নিচে নেমে গেল। লিগে এখন রেলিগেশন অঞ্চলের কাছাকাছিই অবস্থান করছে ঐতিহ্যবাহী এই ক্লাব।
ইউএ / টিডিএস