ইংল্যান্ড সফরের আগে নেতৃত্বে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মার নতুন সহ-অধিনায়ক খুঁজে বের করতে যাচ্ছে তারা। অস্ট্রেলিয়া সফরে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। সে সিরিজে পাঁচ টেস্টের দুটিতে অধিনায়কত্ব করেন তিনি, যেখানে ভারতের একমাত্র জয়টিও আসে তার নেতৃত্বে। তবুও বুমরাহকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এই সিদ্ধান্তের মূল কারণ বুমরাহর ফিটনেস। অস্ট্রেলিয়া সফরে অতিরিক্ত বোলিংয়ের কারণে পিঠে চোট পান তিনি এবং শেষ টেস্টে প্রথম দিনের পর আর খেলতে পারেননি। এরপর তিন মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। তার অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে ভারত, এমনকি আইপিএলের শুরুতেও কিছু ম্যাচে ছিলেন না।
চোট কাটিয়ে বুমরাহ আবার মাঠে ফিরেছেন এবং ধীরে ধীরে ছন্দে ফিরছেন। তবে জুনে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে সব ম্যাচে খেলানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই কারণেই বোর্ড চাইছে এমন একজনকে সহ-অধিনায়ক করতে, যিনি পুরো সিরিজে উপস্থিত থাকতে পারবেন।
বোর্ডের এক কর্মকর্তা বলেন, “আমরা এমন কাউকে সহ-অধিনায়ক করতে চাই, যাকে পাঁচটা টেস্টেই পাওয়া যাবে। না হলে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে, সেটা দলের জন্য সুবিধাজনক নয়।”
নতুন সহ-অধিনায়ক নিয়ে আলোচনা ঘিরে উঠে আসছে দুই তরুণ ক্রিকেটারের নাম—শুভমান গিল ও ঋষভ পান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন শুভমান, অন্যদিকে লাল বলের ক্রিকেটে পান্তের অভিজ্ঞতাও কম নয়। তবে আইপিএলে পান্তের ফর্ম হতাশাজনক, তার আত্মবিশ্বাসও প্রশ্নবিদ্ধ। সে কারণে তিনি টেস্ট দল থেকেই বাদ পড়তে পারেন। ফলে ইংল্যান্ড সফরে তার খেলা অনিশ্চিত, আর সহ-অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল।