বাদ পড়ার আগে নতুন বোলার নিল হায়দরাবাদ

বারের আইপিএলে বড় প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। দলে ছিল একঝাঁক তারকা। নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। একের পর এক হারে পয়েন্ট তালিকার তলানিতে জায়গা করে নিচ্ছে দলটি। যদিও কাগজ-কলমে এখনও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাস্তবে সেই আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

এখন পর্যন্ত আইপিএল পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। আর একটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হবে। এমন সংকটময় পরিস্থিতিতে দলটি নতুন করে ভরসা রাখছে তরুণ এক স্পিনারে—হার্শ দুবে। রঞ্জি ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার আইপিএলে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অলরাউন্ডার।

চোটের কারণে শুরুতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। তার পরিবর্তে কর্নাটকের ব্যাটার স্মরণ রবিচন্দ্রনকে অন্তর্ভুক্ত করেছিল হায়দরাবাদ। তবে চোট তাঁকেও দলে রাখা যায়নি। শেষ মুহূর্তে তাই বিকল্প হিসেবে রঞ্জি ট্রফির সেরা পারফর্মার হার্শ দুবেকে অন্তর্ভুক্ত করেছে হায়দরাবাদ।

২২ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে গড়েছেন এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড। ভেঙেছেন আশুতোষ আমনের ৬৮ উইকেটের আগের রেকর্ড।

হার্শকে তার ভিত্তিমূল্য ৩০ লাখ টাকায় দলে নিয়েছে হায়দরাবাদ। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বল করে থাকেন তিনি। টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৯ উইকেট নেওয়া এই ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১ ইনিংসে নিয়েছেন ২১ উইকেট। বোলিং গড় প্রায় ৩৫।

শুধু বোলিং নয় ব্যাট হাতেও কাজ চালানোর মতো সামর্থ্য রয়েছে হার্শের। ঘরোয়া ক্রিকেটের ৫৪ ম্যাচে ১২৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৯৪১ রান। এখন দেখা যাক, আইপিএলের মঞ্চে নিজের প্রতিভা কতটা কাজে লাগাতে পারেন এই তরুণ ক্রিকেটার।

ইউএ / টিডিএস

You may also like