র‍্যাঙ্কিং তালিকায় তলানির পথে বাংলাদেশ

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও জয় পায়নি বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার ও ২০২৩ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। সেই ধারাবাহিক ব্যর্থতার ছাপ এবার পড়ল আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়েও। সোমবার তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত বাৎসরিক র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ফরম্যাটে এক ধাপ নেমে দশম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ।

এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ হারিয়েছে ৪ রেটিং পয়েন্ট। আগের ৮০ থেকে নেমে এখন ৭৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তারা। যার ফলে নবম স্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো রয়েছে আগের অবস্থানেই। অর্থাৎ নবম স্থানে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। রোহিত শর্মার দল ১২২ থেকে ১২৪ রেটিং পয়েন্টে উন্নীত হয়ে আরও শক্তভাবে ধরেছে প্রথম স্থান। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড তারা টপকেছে অস্ট্রেলিয়াকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে সিরিজ ড্র এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে জয় তাদের রেটিংয়ে ৫ পয়েন্ট যোগ করেছে। এতে পেছনে পড়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে, আফগানিস্তান চার রেটিং পয়েন্ট বাড়িয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ইংল্যান্ড এক ধাপ নেমে এখন অষ্টম। আর ওয়েস্ট ইন্ডিজের পাঁচ রেটিং পয়েন্ট বেড়ে তাদের স্থান হয়েছে নবম। ফলাফলস্বরূপ, চার রেটিং পয়েন্ট হারিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

ইউএ / টিডিএস

You may also like