সাধারণ সম্পাদকের বিকল্প খুঁজছে কুস্তি ফেডারেশন

তাবিউর রহমান পালোয়ানের দীর্ঘদিনের অধ্যায় শেষে গত ১৯ মার্চ বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনে গঠিত হয় নতুন অ্যাডহক কমিটি।

জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে গঠিত এই কমিটির সভাপতি করা হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দারকে আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মাহবুবুল আমিন জীবনকে। কিন্তু দায়িত্ব পাওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই সাধারণ সম্পাদকের পদে পরিবর্তনের আভাস মিলছে।

কমিটি গঠনের পর থেকেই ফেডারেশন কার্যালয়ে অনুপস্থিত সাধারণ সম্পাদক মাহবুবুল আমিন। এমনকি সভাপতির সঙ্গে এখনও পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি বলেও জানিয়েছেন ফখরুদ্দিন হায়দার। রবিবার (৪ মে) তিনি বলেন, “সাধারণ সম্পাদকের সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নম্বর নিয়ে ফোন করেছি কোনো সাড়া পাইনি। সভা পর্যন্ত করা যায়নি।”

পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ এবং সার্চ কমিটির সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। ফখরুদ্দিন জানান, “আমি বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা বলছে দ্রুত নতুন একজন সাধারণ সম্পাদক দেওয়া হবে। সার্চ কমিটির পক্ষ থেকে একজনের নামও নাকি প্রস্তাব করা হয়েছে। তবে কে তিনি তা আমাকে জানানো হয়নি।”

এরই মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি ফেডারেশন কার্যালয়ে কার্যক্রম শুরু করলেও সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকায় কোনো কার্যকর সভা আয়োজন সম্ভব হয়নি। এতে থমকে আছে সব সিদ্ধান্ত।

তথ্যানুসন্ধানে জানা গেছে, যাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল সেই মাহবুবুল আমিন জীবন বয়সজনিত কারণে অসুস্থ। তবুও তাকে দায়িত্বে আনায় সমালোচনার মুখে সার্চ কমিটি। এখন তাকে সরিয়ে নতুন সাধারণ সম্পাদক খুঁজতেই হচ্ছে কর্তৃপক্ষকে।

ইউএ / টিডিএস

You may also like