সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশা অনুযায়ী চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার—যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব এবং ইতালির আব্দুল কাদির। তবে বাদ পড়েছেন ইংল্যান্ডপ্রবাসী এলমান মতিন, যিনি আগে প্রাথমিক স্কোয়াডে ছিলেন।
৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হওয়া ক্যাম্পের শুরুতে যশোরের শামস-উল-হুদা একাডেমিতে ও পরে বিকেএসপিতে অনুশীলন পরিচালনা করেন কোচ গোলাম রব্বানী ছোটন। মতিন ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিক ক্লাবে খেলেন এবং গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন। সে ট্রায়াল পেরিয়ে প্রাথমিক দলে এলেও মূল দলে জায়গা হয়নি তার। কোচ ছোটন জানিয়ে দিয়েছেন, “পারফরম্যান্সের কারণেই মতিনকে দলে রাখা হয়নি।”
আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের, আর ১১ মে দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে খেলবে ভুটানের বিপক্ষে। অন্য গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বাংলাদেশ দল দেশ ছাড়বে মঙ্গলবার সকালে।
অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ দল:
ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী,আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা,সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব