মিরাজের হাতে বড় সুখবর

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট ও বল হাতে অবদান রেখে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। এবার মিলেছে আরও বড় স্বীকৃতি—প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

২০২৪ সালের এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মিরাজের সঙ্গে আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করেন মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় টেস্টে, চট্টগ্রামে, দলের ইনিংস ও ১০৬ রানের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। ব্যাট হাতে করেন সেঞ্চুরি (১০৪ রান), সঙ্গে বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন আরও ৫ উইকেট। ওই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

মিরাজের এই ধারাবাহিক নৈপুণ্যই তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে মাসসেরা খেলোয়াড়ের লড়াইয়ে তুলে দিয়েছে।

You may also like