অভিষেকেই শতরান—তাও আবার বাংলাদেশের বিপক্ষে। এমন দুর্দান্ত শুরুর পর ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাওয়া ছিল আমির জাঙ্গুর প্রাপ্যই। গত ডিসেম্বরে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের পর প্রথম ক্যারিবিয়ান হিসেবে অভিষেকে শতরানের কৃতিত্ব দেখান জাঙ্গু। সেই উইকেটরক্ষক-ব্যাটারকে রাখা হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও।
চলতি মাসেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দুই সিরিজের সফর। ২১ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফরের সূচনা হবে। এরপর ২৯ মে শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা।
ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন শেই হোপ। স্কোয়াডে ফিরেছেন তিন ক্রিকেটার—বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে থাকা দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ, যারা ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন, এবং ১৮ বছর বয়সী কিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু।
বাংলাদেশ সফরের পর ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। সাবেক পেসার রাভি রামপল এবার বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের স্থলাভিষিক্ত হয়ে। আয়ারল্যান্ড সফরে অতিরিক্ত কোচিং স্টাফ হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।