আইপিএলে প্লে-অফ দৌড়ে কার কী সমীকরণ?

by Sports Desk

আইপিএলের পয়েন্ট টেবিলে এখন চলছে টানটান উত্তেজনা। প্রতিটি ম্যাচেই বাড়ছে নাটকীয়তা। এমন অবস্থায় বৃষ্টির হানায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১৩৩ রানে আটকে রাখার পরও ম্যাচটি শেষ করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। ফলে আরেকটি ম্যাচ না জিতেই বিদায় নিতে হলো গত আসরের রানারআপ দলটিকে।

চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পর হায়দরাবাদই তৃতীয় দল হিসেবে এবারের আসর থেকে বিদায় নিল। বাকি থাকা সাত দলের এখনো সুযোগ রয়েছে প্লে-অফে জায়গা করে নেওয়ার।

Advertisements

সবার ওপরে ব্যাঙ্গালুরু, দুর্দান্ত মুম্বাই

পয়েন্ট তালিকার শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারা এতটাই ভালো অবস্থানে আছে যে বাকি ম্যাচগুলোর মধ্যে একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। আর দুটি জয় পেলে তারা থাকবে শীর্ষ দুইয়ে, যা প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ দেবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা হলেও বেশ বাজে, কিন্তু টানা ছয় জয়ে তারা আবারো শক্তভাবে ফিরেছে প্রতিযোগিতায়। বাকি থাকা তিন ম্যাচে টানা জয় পেলে তাদেরও সেরা দুইয়ে যাওয়ার সুযোগ থাকবে। প্লে-অফ নিশ্চিত করতে হলে অন্তত দুটি ম্যাচে জিততেই হবে। তবে প্রতিপক্ষ সহজ নয়—গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।

গুজরাট ও পাঞ্জাবেরও ভালো সম্ভাবনা

গুজরাট টাইটান্সও রয়েছে সুবিধাজনক অবস্থানে। বাকি থাকা চার ম্যাচে দুটি জিতলেই তাদের প্লে-অফ প্রায় নিশ্চিত। তিনটি ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ের দৌড়ে থাকবে তারা।

পাঞ্জাব কিংসও এখনো রেসে আছে। তবে তাদের মুম্বাইকে হারানোর পাশাপাশি ভালো নেট রান রেট গড়ে তুলতে হবে শীর্ষ দুইয়ে যেতে হলে।

দিল্লি, লখনৌ ও কলকাতা—ভাগ্যের ওপর নির্ভরতা

দিল্লি ক্যাপিটালসের জন্য গতকালের বৃষ্টি বড় ধাক্কা। এখনো তিন ম্যাচ বাকি থাকলেও সব জিতেও নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছানো যাবে না। তবে সম্ভাবনা টিকে থাকবে।

সবচেয়ে কঠিন অবস্থা লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের। তাদের শুধু সব ম্যাচ জিতলেই হবে না, সঙ্গে দরকার বড় ব্যবধানে জয়—নেট রান রেট ঠিক রাখতে। এক কথায়, তাদের ভাগ্য এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই।

You may also like