হুংকার ছুড়েও জয় পেল না বাংলাদেশ

বাংলাদেশ নারী ইমার্জিং দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেল দক্ষিণ আফ্রিকার কাছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে সফরকারীদের চাপে ফেললেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ১২.১ ওভারে মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। রানরেট তখন ২-এর নিচে, বাংলাদেশের জন্য ম্যাচে ফিরার বড় সুযোগ। কিন্তু এরপরই চতুর্থ উইকেটে ডেলমারি টাকার ও ফায়ে টিউনিক্লিফ গড়েন গুরুত্বপূর্ণ ৫৫ রানের জুটি।

স্বর্ণা আক্তার টাকার (২২) ও ভেরুন্নিসা রেড্ডির (৭) উইকেট নিয়ে ফের কিছুটা আশার সঞ্চার করেন। ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রানে থাকা দক্ষিণ আফ্রিকা তখনও চাপে ছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে এলিজ মারি মার্ক্স ও টিউনিক্লিফ গড়েন অবিচ্ছেদ্য ৯৬ রানের জুটি। ৪৫.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচসেরা হন ফায়ে টিউনিক্লিফ, যিনি ১১৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন এবং ইনিংসে হাঁকান ৮টি চার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারায়। ৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান থেকে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে শারমিন সুলতানার দল। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার, ৭৩ বলের ইনিংসে মারেন ৬টি চার।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে টাকার ছিলেন সবচেয়ে সফল, ৯ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা, লুমেলা জাফতা ও লুয়েন্দা এনজুজা। একটি করে উইকেট নেন জোনস, ক্লেয়ার ক্যান্ডলার ও কুলা।

You may also like