বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হওয়ার পথে সব ধরনের বাধা কাটিয়ে পেলেন ফিফার অনুমোদন। কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোম এখন থেকে লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে পারবেন।
মঙ্গলবার (৬ মে) ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সামিতের বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। এর ফলে আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে তাকে খেলাতে কোনো আইনি বাধা থাকছে না।
২৭ বছর বয়সী সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে। ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীও ফিফার চূড়ান্ত অনুমোদন পান বাংলাদেশের হয়ে খেলার জন্য। ইতোমধ্যে জাতীয় দলে অভিষেক হয়ে গেছে এই ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়ের।
ইউএ / টিডিএস