উত্তেজনা সত্ত্বেও নির্ধারিত সূচিতে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

by Sports Desk

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলমান থাকলেও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশে। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে মঙ্গলবার ভারত পৌঁছেছে দলটি, এবং আজ (বুধবার) বিকেলে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে তারা।

এক ঘণ্টার অনুশীলন শেষে ভিডিও বার্তায় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “দীর্ঘ ভ্রমণের পর আজ প্রথমবার মাঠে নামল ছেলেরা। সবার মনোভাব ছিল ইতিবাচক, অনুশীলনও ভালো হয়েছে। আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে ভালো কিছু নিয়েই দেশে ফিরব ইনশাআল্লাহ।”

দলের সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান জানান, “আবহাওয়া বেশ অনুকূলে ছিল। প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে, জয়ে শুরু করতে চাই। এরপর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্য আমাদের।”

যদিও ভারত-পাকিস্তান মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে, তবু অরুণাচল প্রদেশে এখন পর্যন্ত সেই প্রভাব পড়েনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, তারা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “এটা সাফের টুর্নামেন্ট, আয়োজনে ভারত ও সাফ যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। আমরা আত্মবিশ্বাসী, আয়োজন নিরাপদভাবে সম্পন্ন হবে।”

এই টুর্নামেন্টে স্বাগতিক ভারতের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাকিস্তান অংশ নিচ্ছে না। সফরকারী দলগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ভারত পৌঁছেছে, বাকি দলগুলোও আজকের মধ্যে অরুণাচলে পৌঁছাবে বলে জানা গেছে।

চলমান উত্তেজনার মাঝেও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন ভারতের জন্য একটি কৌশলগত ক্রীড়া উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

You may also like